অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হচ্ছে শেখ বিবি কাউছারের লেখা নতুন বই ‘ভাবনার খেরোখাতা’। মাওলা প্রকাশনীর এই বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার ৬৩৩-৬৩৪ নং স্টলে। বইটির পরিবেশক প্রতিষ্ঠান ‘মূর্ধন্য’।
‘ভাবনার খেরোখাতা’ বইটিতে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্ম এবং মনীষীদের জীবন দৃষ্টান্তের সমন্বয়ে মানুষের কল্যাণ ভাবনায় সমৃদ্ধ জীবন গড়ার কথা তুলে ধরা হয়েছে। এ গ্রন্থ যেন এক সামগ্রিক প্রচেষ্টা। যা বৃদ্ধি থেকে বিকাশ ও প্রজ্ঞালাভ করে তা প্রয়োগে মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার জন্য হতে পারে এক দৃপ্ত সহায়িকা।
চট্টগ্রামের রাউজানে উরকিরচরের এক সম্ভ্রান্ত পরিবারে লেখিকা শেখ বিবি কাউছারের জন্ম। তার পিতা মরহুম শেখ আবুল কাশেম। মাতা আয়েশা ছিদ্দিকা চৌধুরী। বিবি কাউছার চট্টগ্রাম কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতক ও তেজগাঁও কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই তিনি সুফিবাদী ভাবধারা ও পরিবেশে বেড়ে ওঠেছেন। যা তার অন্তরে স্রষ্টার সব সৃষ্টির প্রতি কল্যাণ ও ভালোবাসার বীজ বপন করে। বর্তমানে তিনি রাউজানের নোয়াপাড়া ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।