প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ৯টি ইউনিট। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান বিষয়টই নিশ্চিত করে জানান, আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে দীর্ঘ দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে। মেডিসিন ইউনিটের নিচতলার একটি কক্ষে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের মাধ্যমে সেটা জানা যাবে।