‘মেড ইন বাংলাদেশ’ লক্ষ্যকে সামনে রেখে শুরু হলো ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’। এবারের আয়োজনে প্রায় ১০০টি দেশীয় নতুন উদ্ভাবন নিয়ে অংশ নিচ্ছে দুই শতাধিক আর্ন্তজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান। আছেন ২১টি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক ও বিদেশি বিনিয়োগকারীরাও।
বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটির উদ্বোধন করেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এ এক্সপো নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। এর মাধ্যমে সামনে তরুণ প্রজন্মের জন্য বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হতে যাচ্ছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি