হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ।
১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন তিনি । এ উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে জন্মদিন উদযাপন করে শিশু-কিশোর ও আওয়ামী লীগ কর্মীরা। এছাড়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শেখ রাসেলের জন্মদিন উদযাপন। এদিকে, সুনামগঞ্জে শিশুদের মধ্যে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লাসহ দেশে বিভিন্ন জেলায় একযোগে পালিত হয় শেখ রাসেলের জন্মদিন।
নিউজ ডেস্ক /বিজয় টিভি