কাল দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চমক হলো ম্যাচটি অনুষ্ঠিত হবে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে।
আর এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল আয়োজন করতে যাচ্ছে উত্তরবঙ্গের জেলাটি।প্রায় সাড়ে ২০ হাজার দর্শক ধারণক্ষমতার শেখ কামাল স্টেডিয়ামে আগামীকালের খেলা দেখতে টিকিট কিনতে ভিড় জমাচ্ছেন দর্শকরা। দীর্ঘ লাইন ধরে জেলা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে টিকিট সংগ্রহ করছেন তারা।
এদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত নীলফামারী জেলা পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি