উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বগুড়ার সারিয়াকান্দিতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।
সারিয়াকান্দি পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের প্রায় ৭ শ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
পানিবন্দি হয়ে পড়েছে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ। দেখা দিয়েছে গো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। রয়েছে ত্রান না পাওয়ার অভিযোগ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি