বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আজ বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত, জাতীয় শোক দিবসের স্মরণসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে এ কথা জানান।
দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান।
এ সময় দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত অবস্থান নিয়েছেন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি