নিউজ ডেস্ক / বিজয় টিভি
শেরপুরে প্রায় ২ লক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানাই জেলা স্বাস্থ্য বিভাগ।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. রেজাউল করিমের উপস্থিতিতে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিক্যাল অফিসার ডা. মোবারক হোসেন। বক্তব্য অনুযায়ী শেরপুর জেলাতে আগামী ৯ ফেব্রুয়ারি বয়স ভিত্তিক দুইটি শ্রেণিতে প্রায় ২ লক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২১,৮৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১,৭৭,৯৫১ জনকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি