ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৭ জন মারা যায়। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ৯জন, শেরপুরের ৩জন, নেত্রকোনার ২জন, গাজীপুরের ২জন ও জামালপুরের ১ জন রয়েছে।
করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘন্টায় নতুন ৬৪ জন ভর্তিসহ করোনার চিকিৎসা নিচ্ছেন ৪৭৮ জন। আইসিইউতে আছেন ২১ জন।
জেলায় ২৪ ঘন্টায় ৬৯৯ টি নমুনা পরীক্ষায় আরো ১৮৪ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৬.৩২ শতাংশ।