ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের রোগীদের সুচিকিৎসার জন্য পাঁচটি আইসিইউ বেড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নিকট পাঁচটি আইসিইউ বেড হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সদস্য এম এ ওয়াহেদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ চিকিৎসক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে জেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে পরিচালিত ফিল্ড হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।