নাটোরের বড়াইগ্রামে আশ্রয়ন প্রকল্পে শিশুদের জন্য একটি মিনি শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। উপজেলার উপলশহর আশ্রয়ন প্রকল্পের শিশুদের মেধা বিকাশের জন্য এই মিনিপার্কটি তৈরি করা হয়।
উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আশ্রয়নে থাকা মানুষদের জন্য দেওয়া হয়েছে নানা সুবিধা। প্রকল্পে থাকা মানুষদের মাঝে এখন আনন্দের জোয়ার বইছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া পার্কটি পেয়ে শিশুরা খুব আনন্দিত।
শিশুরা বলে, আমাদের আগে জায়গা ছিলো না খেলার,জায়গা পাইছি খেলার এতে আমরা খুব খুশি। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, উপজেলায় আমরা ৩২৬ টি ঘর নির্মান করেছি,মাননীয় প্রধানমন্ত্রী এই অগ্রাধীকার প্রকল্পের ঘরগুলো উদ্বোধন করেছে। আমরা ভবিষ্যতে তাদের জন্য সকল ব্যবস্থা করা হবে।