চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়। এ সময় নতুন করে ৯৩৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের দশটি ও কক্সবাজারের একটি ল্যাবে ৩ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৩৩ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৫১৯ জন। বাকি ৪১৪ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৫২১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১০ জন নগরের বাসিন্দা, বাকি ৫ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শহরের ৬২১ জন আর বাকি ৪৩৮ জন বিভিন্ন উপজেলার।