রোহিঙ্গারা যাতে ভোটার না হতে পারে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। সিইসি বলেন, একটা সময় ছিলো এক ব্যক্তি পরিচয় গোপন রেখে একাধীক স্থানে ভোটার হতে পারতো। কিন্তু বর্তমান বায়োমেট্টিক পদ্ধতির কারনে এখন আর সেই সুযোগ নেই।
আগামীতে সকল নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এদিকে, সাভারে অপর এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী বলেন, সামনে জাতীয় ও স্থানীয় সরকারসহ সকল নির্বাচনে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট নেওয়া হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি