নিউজ ডেস্ক / বিজয় টিভি
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি।
৩০ এপ্রিল রাতে কমিটি ওই প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে। যাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে, তারা হলেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম চৌধুরী, সোনাগাজী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপপরিদর্শক মো. ইকবাল ও মো. ইউসুফ। প্রতিবেদনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেও দায়িত্ব অবহেলা ও গাফিলতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে। ১৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর অতিরিক্ত মহাপরিদর্শক রুহুল আমিনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি