চ্যাম্পিয়ন্স লিগ হোক কিংবা লা লিগা, রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য সব জয়ের নায়ক মানেই করিম বেনজেমা। এবার সেভিয়ার মাঠে চরম বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে দলকে জেতানোর নায়ক হলেন এই ফরাসি তারকা।
রোববার রাতে সেভিয়ার মাঠে লা লিগার ম্যাচে দুই গোলে পিছিয়ে হারের শঙ্কায় ছিল রিয়াল। সেই ম্যাচ তারা শেষ পর্যন্ত জিতে নিল ৩-২ গোলে।
২১ মিনিটে ইভান রাকিটিচের গোলে এগিয়ে যাওয়ার পর ২৫ মিনিটে এরিক লামেলার গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে সেভিয়া।
বিরতির পর রদ্রিগো গোজ ও নাচো ফার্নান্দেজের গোলে সমতায় আসার পর যোগ করা সময়ে দারুণ এক গোল করে দলকে রোমাঞ্চে ভাসান বেনজেমা।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলেত্তি বলেন রিয়ালের নিজেদের নিংড়ে দিয়েই পেয়েছে প্রাপ্য জয়, সবাই অপেক্ষা করছিল রিয়াল হোঁচট খাবে, কিন্তু রিয়াল হোঁচট খায়নি। কারন রিয়ালের হৃদয় আছে, ক্যারেক্টার আছে, কোয়ালিটি আছে। এই জয় প্রাপ্য ছিল।
এদিকে গেল পাঁচদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চেলসির বিপক্ষে বিপাকে পড়া অবস্থায় ঘুরে দাঁড়ায় রিয়াল। সেই ম্যাচেও মহা গুরুত্বপূর্ণ গোল করেছিলেন বেনাজেমা। চ্যাম্পিয়ন্স লিগে এর আগের টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জেতানোর নায়ক ছিলেন বেনজেমা। ৩৪ পেরুনো এই ফরোয়ার্ড নিজেকে বারবার নিয়ে যাচ্ছেন ভিন্ন উচ্চতায়।