নিউজ ডেস্ক / বিজয় টিভি
মেহেরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি ইয়াকুব আলী কাজল নিহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানান, কাজলের স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারে গাড়াডোব গ্রামে যায় পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি বর্ষণ করে কাজলের সহযোগিরা। পুলিশও আত্মরাক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয় কাজল। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি