গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।
ভোর সাড়ে ৫টায় গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালায়। নিহত শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাগকাঠি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। গুরুতর আহত ১০ জনকে রংপুর, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি