২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
শনিবার সকালে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন হয়। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ গৌরের পরিচালনায় এবং সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য মমিন বাবু, সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সভাপতি ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এসময় বক্তরা বাজেট সংশোধন করে সংস্কৃতি খাতে ১ শতাংশ বরাদ্দ দেয়ার দাবি জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি