সিরাজগঞ্জের ঝাঐলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি