নিউজ ডেস্ক / বিজয় টিভি
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাঁটায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।
দুপুরে ২০ নম্বর রেল কালর্ভাটরে সন্নকিটে রসুলপুর রেলক্রোসিং এর নিকট চিলাহাটি থেকে ছেড়ে আশা বিরামপুরগামী ট্রনের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে। বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ পরির্দশক সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে মৃতদেহটি র্পাবতীপুর রলেওয়ে পুলশি উদ্ধার করে। লাশ ময়না তদন্তরে জন্য দিনাজপুর এম আব্দুর রহমি মেডিকেল কলজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
https://youtu.be/_iTi0dwy50g
নিউজ ডেস্ক / বিজয় টিভি