কক্সবাজারে সুগন্ধ্যা ও শৈবাল পয়েন্ট থেকে ৬ মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় জীবিত উদ্ধার হয় আরো ২জন।
মঙ্গলবার দিবাগত রাতে মরদেহগুলো উদ্ধার করা হয়। গত ৭ জুলাই ভোলার চরফ্যাশন থেকে ১৭জন মাঝিমল্লাহসহ একটি ট্রলার সাগরে ডুবে যায়। ৬দিন সাগরে ভাসমান থেকে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধ্যা পয়েন্টে ট্রলারটি দেখতে পায় স্থানীয়রা। পরে ট্রলার থেকে ৬টি মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার ২ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি