গাইবান্ধায় আবারও বন্যার অবনতি ঘটেছে। গত ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার সবকয়টি নদীর পানি ৫ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে।
বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহর পয়েন্টে ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদীর পানি বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। গত দুই দিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১১২ মিলিমিটার। ফলে দুইদিন আগে বন্যা কবলিত যে সমস্ত এলাকা থেকে পানি নামতে শুরু করেছিল সেসব এলাকায় আবারও পানি বাড়তে শুরু করেছে। এতে দ্বিতীয় দফায় বন্যায় মানুষের দূর্ভোগ আরও বেড়েছে।