মাঠ পর্যায়ে কল সেন্টার ‘৩৩৩’ -এর ব্যাপক প্রচারণার লক্ষ্যে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার সকালে ডিসি অফিসের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বলেন, জনগণের দোরগোড়ায় জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য, সেবা ও অভিযোগ প্রতিকার বাস্তবায়নে কল সেন্টার ‘৩৩৩’ চালু করেছে সরকার। বিনামূল্যে ৩৩৩ -এ কল করলেই যে কোনো তথ্য বা অভিযোগ জানতে ও জানাতে পারবে জনগণ। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক, বগুড়া প্রেসক্লাব- এর সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম নয়নসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি