ঈদ সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লায় ৫৮টি বাস স্টপে ‘ডেঙ্গু হেল্প ডেস্ক’ বা সেবা কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। পাশাপাশি মশা নিধনের লক্ষ্যে বুধবার সকাল থেকে দিনব্যাপী জেলার ১৭টি উপজেলার বিভিন্ন স্থানে একযোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান, কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি