ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী স্কুলে পাশের বড় নালায় ‘মশাভুক মাছ’ অবমুক্ত করছেন মেয়র। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র মো. ইকরামুল হক টিটু নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনের বড় নালায় ও স্কুল পুকুরে প্রায় ৭ হাজার ‘মশাভুক মাছ’ অবমুক্ত করেন।
সপ্তাহখানেকের মধ্যে নগরীর প্রায় ৩শ কিলোমিটার নালা ও ১২টি নর্দমায় প্রায় লক্ষাধিক মশাখেকো মাছ অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.লুৎফুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি