কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত মইনুল আলম ও ফারহানা ইসলাম তানিয়ার মরদেহ দেশে পৌঁছেছে।
সব আনুষ্ঠানিকতা শেষে সকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতের স্বজনরা জানান, ১৬ আগষ্ট কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চোখের চিকিৎসা করান তারা। পরে রাতের খাবার খাওয়ার জন্য শেকসপিয়ার স্বরনীর চৌরাস্তার মোড়ে পুলিশ বক্সের পাশে দাড়িয়ে ছিলেন তারা। এ সময় দ্রুত গতিতে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ী মইনুল ও তানিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি