মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা মহাৎ কাজ, এধরণের কাজ যত বেশি করা যাবে তত সমাজ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে’ আয়োজিত ফ্রি হেলথ্ ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে ডেঙ্গু মোকাবেলায় সকলকে আরো সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ‘কমিউনিটি সার্ভিস’-এর অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো এ ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে যবিপ্রবি। এসময় উপস্থিত ছিলেন, ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বাহী ও সিনিয়র কনাসালটেন্ট ডা. মোঃ আব্দুর রশীদসহ অন্যরা।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি