সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় নুর ইসলাম নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০১৪ সালে শিবনাথপুর গ্রামে নুর ইসলাম পাশের বাড়ির নজরুল ইসলামের শিশু কন্যা ঋতুকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে। এ ঘটনায় ঋতুর মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি