নিউজ ডেস্ক/বিজয় টিভি
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে পলিথিন ব্যাগ কারখানায় কাঁচামাল জব্দসহ ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুরে পৌরশহরের দক্ষিন সুজাপুর আবাসিক এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। দিনাজপুর র্যাব সিপিসি ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স তাজফিয়া এন্টারপ্রাইজকে অবৈধ পলিথিন ব্যাগ তৈরীর দায়ে নগদ ৮০ হাজার টাকা অর্থ জরিমানাসহ কারখানাটি সিলগালা করা হয়। এদিকে, পৌরশহর মোড়ে ভ্রাম্যমান আদালত ‘মায়ের দোয়া পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ প্রোপাইটর’কে পলিথিন তৈরীর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি