ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকায় বগি লাইনচ্যুত হয়ে এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে দুই কিলোমিটার দূরে কেওয়াটখালী ওভার ব্রিজের কাছে লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর বগিটি উদ্ধার করলে বেলা ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি