নিউজ ডেস্ক/বিজয় টিভি
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার নির্বাচন কমিশনের অস্থায়ী কর্মচারী মোস্তফা ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেহ মোহাম্মদ নোমানের আদালতে মামলার শুনানি হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. কামরুজ্জামান জানান, আদালত থেকেই মোস্তফা ফারুককে নিজেদের হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এর আগে, বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে ডেকে নেন তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া। শুক্রবার তাকে কোতোয়ালী থানায় দায়ের হওয়া এ সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের আগে মোস্তফা ফারুকের বাসায় অভিযান চালিয়ে নির্বাচন কমিশনের লাইসেন্স করা ল্যাপটপ, মডেম ও পেনড্রাইভ, সিগনেচার প্যাড ও মোবাইল উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি