চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে মামার হাতে ভাগ্নে আব্দুল জাব্বারকে খুনের অভিযোগ উঠেছে।গতকাল (বুধবার) দিবাগত রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, সপ্তাহ খানেক আগে ওই গ্রামের মোহাম্মদ আলী শেখের সাথে তার ভগ্নিপতি রবিউল ইসলামের হাস পালন নিয়ে ঝগড়া-বিবাদ হয়। এরই জেরে জাব্বারের বাবা-মার অনুপস্থিতে মামা মোহাম্মদ আলী শেখ তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি