আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
সকালে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজিত বারি’র কেন্দ্রীয় গবেষণা, পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বুয়েট ছাত্র আবরার হত্যা প্রসঙ্গে বলেন, এমন মর্মান্তিক ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না, আর তাই দোষীদের বিচার হবেই। তবে ছাত্র রাজনীতি মানুষের মৌলিক অধিকার, মানুষের কথা বলার অধিকার। তাই আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করা সম্ভব নয়। পরে তিনি বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন। এ সময় কৃষি গবেষণার মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, কৃষিবিদ আব্দুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি