‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
সকালে এ উপলক্ষ্যে পাবনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় নদী ভাঙ্গনসহ পাবনার দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে বেসরকারী উন্নয়ন সংস্থাসমুহকে জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান হয়। এদিকে, মেহেরপুরে এ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে, চুয়াডাঙ্গায় আয়োজিত সভায় দুর্যোগ মোকাবিলায় নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, রায়পুরা, কুমারখালি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে নানা কমূসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি