দিনাজপুর ফুলবাড়ীতে সার্বিক উন্নয়ন ও শোভাবর্ধন কাজের ফলক উম্মোচন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার।
মঙ্গলবার সকালে ৮৮ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফলক উম্মোচন শেষে সার্বিক উন্নয়ন ও শোভাবর্ধন পরিদর্শন করেন তিনি। পরে উপজেলা স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভায় অংশ নেন। এ সময় অন্যান্যদের উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি