লক্ষীপুরের রায়পুর উপজেলায় মাফুজা খাতুন নামে এক বৃদ্ধা নিখোঁজ হওয়ার ১ দিন পর বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে স্থানীয় কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের মুন্সিবাড়ির সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেলে হাটতে গিয়ে আর বাড়ি ফেরেনি ওই বৃদ্ধা। এ ঘটনায় রাতেই নিহতের পরিবার থানায় একটি জিডি করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন পুলিশ। এ ঘটনায় মামলা করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি