জনগণকে ইতিবাচক, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের উন্নয়ন যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
আজ (সোমবার) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে বাংলাদেশ স্কাউটস-এর নবম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ার। তার এ স্বপ্নপূরণে তারই কন্যা শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের জনগণের উচিত তার এ অগ্রযাত্রায় শামিল হওয়া।
এ সময় তিনি আরো বলেন, স্কাউটিং কার্যক্রমই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, গতিশীল ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ, দুদকের কমিশনার মোজাম্মেল হক খানসহ অনেকে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি