বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন। ক্যারিবীয়দের সাবেক এই পেসারের সাথে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সাথে থাকবেন তিনি। বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফর দিয়ে লাল-সবুজ জার্সিতে নিজের দায়িত্ব শুরু করবেন ৫০ বছর বয়সী গিবসন। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রাতে এ কথা জানানো হয়েছে।
গেল বছরের ডিসেম্বরে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার চার্ল ল্যাঙ্গাভেল্ডের স্থলাভিষিক্ত হলেন গিবসন। ল্যাঙ্গাভেল্ট চলে যাওয়ার পর থেকে বোলিং কোচের পদটি শুন্য ছিলো।
এরপর থেকেই বোলিং কোচের খোঁজেই ছিলো বিসিবি। তাই ‘বঙ্গবন্ধু’ বিপিএল চলাকালীনই কুমিল্লা ওয়ারিয়র্সের কোচের দায়িত্ব পালন করা গিবসনের সাথে আলাপ-আলোচনা করছিলো বিসিবি। অবশেষে গিবসনকেই জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব দিলো বিসিবি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি