সরকারি সেবায় দুর্নীতি মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এএফএম আমিনুল ইসলাম।
আজ (বুধবার) সকালে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মিলনায়তনে জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দফতর, পল্লী বিদ্যুৎ ও অন্যান্য সরকারি দফতরের বিভিন্ন অভিযোগ নিয়ে আয়োজিত দুদকের ১৪১তম গণশুনানি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের হক নষ্ট করে কেউ দায়িত্বশীল পদে থেকে দুর্নীতি করবেন না।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, দুদকের রাজশাহী কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোরশেদ আলমসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি