‘জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ, সন্মান দুটোই পাই’ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে বৈদেশিক ‘কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা অর্জন ও সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি