আসন্ন রমজানে কেউ সিন্ডিকেট করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ (শুক্রবার) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, রমজান উপলক্ষে ১৫ দিন আগ থেকেই ৩০ হাজার টন তেলসহ ছোলা, পেঁয়াজ ও প্রয়োজনীয় নিত্যপণ্য পাঁচ থেকে ৭ গুণ মজুদ করে রাখা হবে। গেল রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ে কোনো অসুবিধা হয়নি এবারো অসুবিধা হবে না বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক আতাউর জামান বাবু উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি