ময়মনসিংহ-ঢাকা রুটে বিরতীহীন আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ সকালে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে জাগ্রত ময়মনসিংহের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ থেকে প্রতিদিন লক্ষাধিক মানুষ বিভিন্ন কাজে ঢাকায় যাতায়াত করেন।
তবে তাদের এ যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পরতে হয়। তাই ময়মনসিংহ টু ঢাকা রুটে বিরতীহীন আন্তঃনগর একটি ট্রেন সার্ভিস চালু হলে মানুষের ভোগান্তি কমে যাবে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও প্রদান করেন তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি