পটিয়ার মুজাফফরাবাদ এলাকা থেকে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ দুপুরে ছোটপুল জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম রশিদুল হক এ তথ্য জানান।
এ সময় অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, কক্সবাজার থেকে ইয়াবা আসছে, এ রকম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার দুইটি স্থানে চেকপোস্ট বসানো হয়।
পরে সেখান থেকে মোজাম্মেল হক, মো. নুর নবী, হাসমত কবির ও জাহেদুল ইসলাম রাতুলকে গ্রেফতার করে পুলিশ। তিনটি মোটরসাইকেল করে তারা এসব ইয়াবা নিয়ে আসছিল।
এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ছাড়াও ১ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ও ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি