বর্তমান সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা ও পারিপার্শ্বিক উন্নয়নে কাজ করছে বলে, জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
আজ (শুক্রবার) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, শিক্ষকরা সমাজের আলোকিত মানুষ, তাদের দ্বারাই আগামী প্রজন্ম আলোকিত হবে।
ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, উন্নত বাংলাদেশের চালিকাশক্তি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার প্রধান দায়িত্ব শিক্ষকদের।
এ সময় তিনি শিক্ষকদের এ পেশার সম্মান ধরে রাখারও আহবান জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি