সিরাজগঞ্জ, সাতক্ষীরা ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
আজ (রবিবার) দুপুরে, সিরাজগঞ্জের কামারখন্দের তালুকদার বাজারে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
এছাড়া সকালে, সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকায় বাসচাপায় কামরুল ইসলাম নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, কামরুল ইসলাম ট্রলি চালিয়ে ঝাউডাঙ্গার দিকে যাচ্ছিলেন।
এ সময় পেছন থেকে ঢাকাগামী একটি বাস তার ট্রলিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে নাটোরের সিংড়ায় ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মিনহাজুর রহমান নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি