সিরাজগঞ্জ, লক্ষীপুর ও নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
এদিকে, লক্ষীপুরের রায়পুরে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ফাহিমা আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সকালে রায়পুর উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক চালককে আটকের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
অন্যদিকে, নওগাঁর মহাদেবপুরে ভটভটি উল্টে মোস্তফা নামে একজন নিহত হয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি