মুজিববর্ষে প্রতিটি কলেজে ‘শিক্ষা তহবিল’ গঠনের আহ্বান জানিয়েছেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ (শনিবার)দুপুরে সোনারগাঁ সরকারি কলেজের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, মুজিববর্ষের অঙ্গীকার হোক ‘শিক্ষা তহবিল’ গঠন। সেই তহবিল থেকে গরিব ও মেধাবীদের লেখাপড়ার খরচ যোগানো যাবে।
তাছাড়া এর মাধ্যমে বিভিন্ন কর্মমুখী শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে, প্রযুক্তিগত অর্থনীতির জন্য যোগ্য জনশক্তি গড়ে তোলা সম্ভব।
অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম অপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি