আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার কারণে দলের ভেতরে অনুপ্রবেশ ঘটছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেছেন, এসব কতিপয় বিতর্কিত ব্যক্তির কর্মকাণ্ডের কারণেই দলটি আজ প্রশ্নবিদ্ধ।
আজ (বুধবার) সকালে, দিনাজপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ভালো মানুষকে আওয়ামী লীগে আসতে হবে, তাদের রাজনীতিতে আসার জন্য অনুপ্রাণিত করতে হবে। যারা দলের নাম ভাঙিয়ে দলকে বিতর্কিত করবে, ব্যক্তিস্বার্থে ব্যবহার করবে তাদের এখনই দল থেকে বের করতে হবে।
নিউজ ডেস্ক/বিজয় টভি