করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ, বেনাপোল ও কাপাসিয়া বাজারের আট অসাধু ব্যবসায়ীকে এক লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (শুক্রবার) সকালে, ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল চাঁপাইনবাবগঞ্জের পুরাতনবাজারে অভিযান চালায়।
এ সময় একতা শস্যভাণ্ডারে পিঁয়াজের দাম বৃদ্ধি ও বিক্রয়কৃত রশিদে অসামঞ্জস্য থাকার দায়ে দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেনাপোল বাজারে অভিযান চালিয়ে দ্রব্যমূল্যের দাম বেশি ও মূল্য তালিকা না রাখার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল। এদিকে, গাজীপুরের কাপাসিয়া বাজারের ৪ দোকানিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি