স্বাস্থ্যবিধি মেনে শপিংমল-মার্কেট খোলার নির্দেশনা থাকলেও, তা না মেনেই দেশের বিভিন্ন অঞ্চলে পুরোদমে চলছে ঈদের কেনাকাটা।
বগুড়ায় ছোট-বড় মার্কেট ও শপিংমলে সবগুলোতেই দেখা গেছে উপচেপড়া ভিড়। আর সামাজিক দূরত্বের ব্যাপারে বেশির ভাগ মানুষই যেন উদাসীন।
এছাড়া, করোনা ঝুঁকি আমলেই নিচ্ছেন না টাঙ্গাইলের মানুষ। বিপণিবিতানগুলোতে দেখা গেছে মানুষের জনস্রোত। এখানেও কেউ মানছেন না কোন স্বাস্থ্যবিধি। তবে, প্রশাসন জানিয়েছে স্বাস্থ্যবিধি রক্ষায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে, মাদারীপুর শহরের পুরানবাজারসহ সদর, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলার অধিকাংশ শপিংমল ও বিপনি বিতানগুলোর চিত্র একই রকম।
নিউজ ডেস্ক/বিজয় টিভি